পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের ঘোষণার পর কাজে যোগ দিয়েছেন বারডেমের চিকিৎসকরা। বিকালে তারা কাজে যোগ দিলেও দিনভর কর্মবিরতি পালন করায় চরম দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। গতকাল অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদকে প্রত্যাহারের ঘোষণার পর থেকে চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেন। এর আগে ‘আগে গ্রেপ্তার পরে চিকিৎসা’- এ দাবিতে রাস্তায় আন্দোলনে নেমেছিলেন বারডেম হাসপাতালের চিকিৎসকরা। এতে চিকিৎসাসেবা না পেয়ে দূর-দূরান্ত থেকে আসা রোগীর স্বজনরা দুর্ভোগের শিকার হন। এ দিকে গতকাল দুপুরে...

